ভাবনাগুলো আজো প্রবল ধূমিল,-অস্পষ্ট
দেহে ঘাম কেন ঝরে , শ্রমে হয় কী কষ্ট ?
চেনা পথে চলে চলে আরামে কাটে সময় ,
ভাবি না- পথ সে আবার চলায় অচেনা হয় !


যাঁরা সরালো পথের কাঁটা ,জগদ্দল পাথর –
অজানা, কতোর নিঃশেষ হল প্রাণ, -বেখবর ,
অভুক্ত, পরকাজে তাড়ালো কত বুনোমোষ ,
ডাঁশ-কাঁটাসীর দংশণেও দেয় না কারো দোষ ;
তাঁরা নির্জলা উপোষে, পথের খোঁজে হল শেষ
মনে আসে না ,নূতন পথের সন্ধানে কত ক্লেশ ।


এত নির্মম মন ! চৈতন্যহীনে কাটাই জীবন ,
হাস্যরসে পার করি এ -ভবের সুখের ক্ষণ ।
এটুকু গুণ ,ভিতরে রপ্ত, সে কথা জানা ভলা -
সর্বদা নূতন পথের না মর্যাদা, করি অবহেলা ।


অজানা পথ, সে বস্তু খায় না গায়ে জড়ায় !
হায় ! তার মর্মমূল ,উদয়ে এলো না মাথায় ।
ভাবি সব জোটে, মাত্র দানে ,প্রকৃতি থেকে ,
মোরা, সহজে সবকিছু এমনি নিয়েছি শিখে !


(২৫-০৯-২০২০)
ডাঁশ-কাঁটাসী > বড়ো মশা-মাছি জাতিয় । এখানে অর্থ বিপদ ।