শিশুর চোখে  জল ছলছল ,
কেঁদে-কেঁদে হয় যে পাগল ;
সে অস্থির, ওষ্ঠাগত প্রাণ -
কেন দিচ্ছ না, ওর প্রতি ধ্যান ?


কী চায়, খেলনা ? হাতে দাও -
আদরে বুকে তাকে জড়াও -
সময় নাই ? ঝুনঝুনা ধরাও ,
মধুর বাজনায় মন ভুলাও !


ধরেছে কথা সবার মনে -
উপায়টি সারে জনে-জনে ৷
এ যে আপদ ! যায় না পারা ,
আওয়াজ তোলে বেজায় তারা !
কান যে হয় ঝালা-পালা -
গায়েতে ধরে ভীষণ জ্বালা !


পায় স্বাধীনতা, করে এ কী ?
দুরোপযোগ করছে দেখি !
বাবার দানে এর সংযোগ -
এবার ভোগ তার দুর্ভোগ !


তেড়ে বলে , আস্তে বাজা -
পেয়ে বাজনা, হলে কি রাজা ?
মধুর শব্দ ওঠে না যখন -
কেড়ে নেব যখন-তখন ৷
বাজাও ওটুকু যেমন চাই ,
অধিক হলে ক্ষমা নাই !


রাজনৈতিক স্বাধীনতা ঠিক তাই ,
অধিক বলিলে নাই রেহাই !
যতই থাক, সংবিধান কথা -
পাইবে শিক্ষা ,ঝুনঝুনা যথা ৷
বুঝিলে বন্ধু ! সখা-ভ্রাতা ?
নিয়মে হবেনা এর অন্যথা !


(ইং-০৫-০৭-২০১৭)