রক্তমাখা সে লুটের মাল
যদি পড়ে ঘোর আকাল
কত ধর্মতর্ক উদ্ভব, সকাল বিকাল -
তবু ধর্মে সুখ চায় তারাই অনন্তকাল ।


দম্ভ-শক্তিবলে, আধিক্য হলে
মনুষ্যত্ব পারে মুহূর্তে, ধ্বংস সমূলে ।
তখন থাকে কী মনে ধর্মের ভয় ?
লুটবাজের তরে এ কাজ অপারক নয় ।
কষ্ট ! যখন লুটে পড়ে ভাঁটা ,
লুটবাজের সর্বশরীরে ভরে বিষাক্ত কাঁটা
ক্রূরতায় খোঁজে শোষণ পন্থা ,
সমাজে উদয়, নিত্য নব মানব হন্তা ।


(২৩-০৩-২০২১)