ধরা যাক রোবট- সে এক নিরীহ প্রাণী
কাজে দক্ষ প্রভুভক্ত, মহান গুণী- মানি ,
         চোখ আছে, জল নাই
         মাথা মোটা, ঘিলু নাই ,
হা-হুতাশ, সুখ-দুঃখ, সব গেছে উবে
হুকুমের আদর্শ সেবক, একমাত্র ভবে ।


জনতার হাল হলে, রোবটের মতন
মূলোচ্ছেদ আকাঙ্ক্ষা, শূন্য ক্রন্দন ,
       ভষ্ম হবে চিন্তা-ঝঞ্ঝাট
      মহালাভে ,সরকার-লাট ,
ভাষণান্তে নিশ্চিন্তে, বিলাসে রবে মন ;
শাসক চায় রোবট, আনুগত্য লোক-জন ।


(২৩-০১-২০২১)