রুক্ষ হৃদয়, শুধু- হা-হুতাশ -
পরাভব জীবন, তার আভাশ !
মুক্ত বন্ধন ,সর্ব স্তরে -
মন যে ধায়,অচিন পুরে ৷


দেহে পিত্ত গলে, তিক্ত ভরে ,
দুর্ভাবনা যে, খায়- কুরে-কুরে ৷
করুণ বেদনা ! পড়েছে গলে -
সদা যে ভাসি, নয়ন জলে !


ওঠে ঝড় ! কায়া তপ্ত মরু-
পল্লবহীন বৃক্ষ ! জীর্ণ তরু ,
অঙ্কুর ফোটে না ! না, কিশলয় -
বিহগ অদৃশ্য, নিখোঁজ আলয় !


সকাল সন্ধ্যা, শূন্য বাতাস-
পোড়ে, জ্বলে, অভাগা বিশ্বাস !
খোয়াব তারা ,পেয়েছে ভয় !
অদেখা স্বপ্ন ,মোর আঙিনায় ৷


সত্য নীরবে, নিজের মনে ,
নিঃস্ব ! ন্যায় ,প্রমাদ সে গনে ৷
জয়ঢাক বাজিয়ে মিখ্যার ঝড় -
ক্রূর, দুষ্কৃতির, উন্মুক্ত বাড় !


দাবানল নির্বাপিত, তৃণ ছাই ,
মৃতপ্রায় প্রাণী, করে হাইফাই !
ঢাকে না মেঘেরা, আর পাহাড় -
চাতক খোঁজে না, পানি-তাহার !


নদ-নদী, দীঘি ,শুখিয়ে কাঠ -
আলেয়া অদেখা, রাতের মাঠ !
যেন ভরে, জ্বালাময়- আবহাওয়া ,
ভয়াল রুক্ষ, করাল- তার ছায়া !!


(ইং-০৮-০৭-২০১৭)
হিন্দী শব্দ-খোয়াব > আশা ৷