কর্তব্য কাজে পগার পার
লালসা, সিংহ ভাগ ,
সমাজে বাঁচায় অনাচার সহ্য
প্রতিকারে না সজাগ ।


গাছের ও খাব, তলার ও খাব ,
ভাবনা যাদের বেড়ে ;
একটু স্বার্থে বাধা পড়লেই
আসেন বেজায় তেড়ে ।


ছক-কাটেন সুধরাতে সমাজ
ফোড়ন কাটেন মাঝে ,
মাতব্বরিতে ছটফটানি
কুতর্ক জোড়েন কাজে ।


উজান ঠেলে বাইতে তরী
কত না কষ্ট হয় ,
অপাংক্তেয় ব্যক্তি নিয়ে
সমাজে অবক্ষয় ।


(ইং-২৬-১২-২০১৯)
*-পগার পার > দূরে সরে থাকা, ভেগে যাওয়া ।