পৃথিবী, প্রকৃতির এক রূপ
আবার মান্যতায় ‘দৈবদান’!
যদি তার স্বরূপ হয় জানা
বৃদ্ধি পায় মানুষের জ্ঞান ।


প্রকৃতির আছে নিজস্ব নিয়ম
মানুষ ঈশ্বর প্রদত্ত ‘ল’ মানে ,
যুগে যুগে এ ধারার মিশ্রণ
কিছু ভিন্নরূপ দেখা বিজ্ঞানে ।


সব জীবে আছে উত্থান-পতন
ভোগ-ভোগান্তিও হাজার
বিনা আরাধনায় ঈশ্বরতত্ত্ব
সুখ-দুঃখ নিয়ে বিশেষ মহত্ত্ব
মানুষ ব্যাতিত না কারো
মাথাব্যথা বাছ-বিচার !


মানুষের কানুনে আছে সংবিধান
সময় ধাঁপে মিলিয়ে চলা -
এ নিয়মে হ’লে খোঁট ,
ঈশ্বর বিশ্বাসে জনসংখ্যা বিষ্ফোট ।


(২০-০৯-২০২২)