শিশুর বিশ্বাস বাবা আছেন সাথে ,
তার সব খুশী-সাধ পিতার হাতে ।
একই ভাবনা সব পাখীর ছানার -
হা করে খায়, মার আনা আহার ।


পূঁজিতন্ত্রে গরীবের অগত্যা আশা
শাসন যন্ত্রের ’পর, পরম ভরসা ।
স্বচ্ছ ময়নাচক্ষু হতাশ কত কাল -
চিন্তা, একদা ফিরিবে তার কপাল ।


নদীতে গতি আসে জোয়ার ভাটা -
শাসন কারণে আর্ত, ত্যাগে ভিটা ।
ভরসার যুগে, অভাগার অধঃগতি ,
ধনাঢ্য বর্গের বাড়- বাড়ন্ত, হাতি ।


কার্যরূপ ব্যবহারে-আচার-বিচার ,
পাঁচন, ’পর প্রলেপ, সুমিষ্ট প্রচার
বোধগম্য না হয়- ব্যাপক জনতার ,
জনমানসে যায়, দুর্বোধ্য সমাচার ।


(ইং-২৫-০২-২০১৯)
পাঁচন, > তেতো জাতীয় তরল সিরাপ ।