রাজত্ব করার অভিনব সে চাল -
সর্বত্র বিছাও ভ্রষ্টাচারের জাল ,
বন্দ করো গরীব খাতের দান -
ক্ষতি করো শিক্ষানীতির মান !


বাড়াও বিভেদ, দ্বন্দ্ব-হট্টগোল
আস্থায় শেখাও বলা হরিবোল ,
ক্ষণে, গুজবে ভরো সবার মন -
বোঝাও, নেতা সে প্রিয় আপন !


দেখাও ক্ষতের তরে মলম ,
ফিতে কাটায় বাড়াও ধরম !
আর্ত-দুঃখী যদিও ভোট সম্বল -
গরুর গায়ে জড়াও কম্বল !


বেকারকে মাতাও বেপরোয়া ,
ভোলে যেন সে নাওয়া-খাওয়া -
নেতার কথা আশ্বাসন ভরা -
সঠিক পাবেই চাকরী তারা ।


একটু সবুর, ধর না তোরা !
জেতার পরে শুধু সুখভরা -
ঘিয়ে দুধে- ডুবিয়ে দু’হাত
আর রবে না দেশে হাভাত ।


বসত হবে, জোড়া-জোড়া-
টের পাবি না- ঝঞ্ঝা-খরা !
গৃহে আসিবে বাহারে বসন্ত
এমনি শাসনে সবদুখ্ অন্ত ।


(ইং-০৮-০৮-২০১৮)