দখলে আছে পৈত্রিক সম্পত্তি
তারি নেশায় জীবন মাতি ,
চালন কাজে- তার ব্যবস্থাপনায়  
সশক্ত অষ্টবাহু যেন- অক্টোপাস ভাতি ।


রাখা আছে কিছু তোষামোদী মুনশী
তারই অধীনে মৌজার সব রাখাল -
গরু তাড়াতে হাতে সুডৌল যষ্ঠী ,
বলদের, আবার কি-বা ভূত-ভবিষ্যৎ ?
দুর্দিনে তারা বিশেষ প্রয়োজনে  
স্বয়ং, যার-যার মত খুঁজে নেবেই পখ ।


রাষ্ট্রযন্ত্রের চতুর মুখিয়া- চলে একই চালে
নিরাপদে বসে আজ উঁচু চাঙে
ঝঞ্ঝা-ঝড়ে, চারিদিক বন্যা ,পাড় ভাঙে ,
জলোচ্ছ্বাসে নদীর রুদ্র মূর্তি
কত কত কবলিত গাঙে ।


বন্যার পর, পেয়ে পলি, নবমুকুল ফোটে
পুঁজিতন্ত্রের শুদ্ধ-গুর, তাঁর জানা-বেশ রপ্ত ,
চিরাচরিত সুরে তাল মিলিয়ে -
তিনি যে শাসক- তাঁর কাজে মত্ত ।


(০৩-১২-২০২০)