ফাঁকা, মহাশূন্যে ঘূর্ণয়মান মোদের বসুন্ধরা
বৈজ্ঞানিক গুণধর্মে পাই বহু অজানার সাড়া ,
আদির বসুধার রূপ-রহস্য ছিল ম্লান-অজ্ঞাত
ছিল বহুধা বদ্ধজ্ঞান জড়বৎ দাঁড়িয়ে ভুলভ্রান্ত ।
মানবের ভাগ্যাকাশে ভরে ঔজ্জ্বল্যে জয়যাত্রা
কলিতে ঠেকেছে পার করে সত্য দ্বাপর ত্রেতা ।
বৈজ্ঞনিক যুগে দুর্বোধ্য,-তারে করে অতি সহজ
নিত্য নব অজানারে দিচ্ছে জ্ঞানদ্বারের খোঁজ ।


দুর্বৃত্ত, পাখণ্ড, অহংকারী, নিজে ভাবে বলবান
ঔদ্ধত্যে মত্ত মানুষ, স্বজাতিরে করে অপমান ,
স্থায়ী বদ্ধমূল শেকড়, প্রথিত মানব সভ্যতায়
তুচ্ছ জাত-ধর্ম-বুলি নিয়ে, যুদ্ধ-বিগ্রহে মাতায় ।
স্বার্থ ,লোভ-লালসা, ভরকরা, হিংসুকের কাম
তারা উজাড় করে দুর্বল আর্তদের শান্তির ধাম ।
সর্বধর্ম বলে, নিঃস্ব সাধের মায়ার ভূ- সংসার
আরো বলে মানুষ এক, আপসে ঘৃণা নয় তার ,
তবু জাত-জাত আমার-আমার কাদা ছোড়াছুড়ি
ঘৃণ্য ছোঁয়াছুঁতে বিশ্রী পাটা, ঘর-সংসার-বাড়ী ।
হীনমন্যের বিচার, অশোভনীয় দুষ্কৃত্য-আচার
যুগে যুগে তুফানে ধায় দুর্বলের প্রতি অত্যাচার ।


(ইং-৩১-০৫-২০২০)