পাট,শণ, জাগ দিয়ে পচাই
এটাই নিয়ম ধারা ;
বস্ত্র কাজে, তার আঁশ চাই ,
দানে, দেহ হয়ে নেড়া !


বুনি কাপড়, গামছা, হালে -
অনেক সুতোয় ভরে ;
তাঁতে অথবা কলে ফেলে ,
চেপে চেপে গড়ি তারে ।


নিয়ম ! যুপকাষ্ঠে পাঁঠাবলি ,
দেবী করেন না মানা ;
কেমনে আসে এ প্রথা চলি
কার আদেশ খানা ?


ধানের হবে খৈ ভাজা -
তাপটি গরম বেশ !
গরীব হ’লে মেলা-সাজা ,
জনমে হয় না শেষ !


(ইং-২৩-০৭-২০১৮)