খোকা ঘুমাল পাড়া জুড়াল -
নোট বন্দি এলো দেশে ,
ক্ষেতের ফসল চৌপট হল
লোন শোধাব কিসে !
খোকা ঘুমাল পাড়া জুড়াল-
কি খাব সারা মাসে ,
ব্যাঙ্কে যেয়ে বাবা আজিকে-
লাইনে গেছে পিষে !
খোকা ঘুমাল পাড়া জুড়াল-
ঘরে যে রই বসে ,
মালিক বলে কাজ হবে না-
নগদ যে নেই ক্যাসে !


উড়ছে টাকা খৈ ফোটা-
কালোয় কালোয় মোটা মোটা-
ধরেই ওসব, করবোটা বা কী  ?
তিরিশের পরে আর নেবে না-
অন্ধাকানুন তাই তো দেখি !
ছাতনা তলায় নোট নেমেছে -
দেখবি ওরে আয় -
মার্শাল-ল, কালোটার তবু ,
তার গন্ধ রয় যে গায় !


এ বন্দি যদিও জ্বালাময়-
হৃদি মম হেসে লুটোপুটি খায় -
তবু করিব সদা, তব জয়-জয় ৷
হে , মহামহিম প্রভু ,
তুমি কেন মুখ তুলে-
ইষৎ আদর ছলে-
এ অধমে তাকাও না কভু !


কে দেয় তোমায় এ সুমতি-
আমার যে বেজায় ক্ষতি-
সবে শরমে শঙ্কিত কণ্ঠগত পরাণ-
আমি কিন্তু গাইবো তব- গুণগান !!!...
(ইং-০১-০১-২০১৭)