মার্ক্সএর মহান বাণী, বাঁচার অবলম্বন, “অর্থ”,
পুরণে , জীবনের চাহিদা
আবেগ, মোহ, ভালোবাসা, পেটের খিদা-
এ হেন বস্তুর মূল্যবান জুড়ি নেই স্বর্গ-মর্ত্য ।
অর্থের সাথে তুলনা হয় না অন্যবস্তু যতো ,
প্রভু নামে মন লাগে সন্ধ্যা ও প্রাতঃ ।


বাঁচিতে ,অন্ন-বস্ত্র-গৃহ , তার পুরণের অংশ
শারীরিক খাটুনিতে হাতে আসিলে টাকা ,
রোজ,সপ্তাহ বা মাসে- মাহিনা রূপে দেখা ,
সরল গতিতে তরতরিয়ে চলে বংশ ।


জগৎটা মনে হবে হাস্যে-লাস্যে মনোরম
থাকলেও দুঃখ-দৈন্য, তারা যাতনা দেবে কম ।
স্থায়ী, সরসতেল পায় সে জীবন চাকা -
তাই, মার্ক্সএর অমর বাণী, জীবনে আয় চাই- টাকা ।


বিশ্বনাথ সিং , যুক্ত সরকার কালে -
সুহৃদ বামপন্থীরা একসাথে মিলে
চেয়েছিল- জুড়িতে ভারতের সংবিধানে ,
কাজের অধিকার হোক, মৌলিক নীতির প্রাবধানে ।
পুঁজিপতি বিচারের নীতিপোষক তারা, চায় না কাম ,
তারা চায়,- আগে ‘রাম’ !


(ইং-১০-০৭-২০২০)
“অধিকার কি মৌল ?” , শ্রী সীমন্ত মৈত্র (লীল দহন ) , তাঁর সুন্দর কাব্যের মন্তব্য করতে যেয়ে মুগ্ধ হয়ে, আমার এ কাব্য, “অর্থ-কড়ি” প্রকাশ ।
প্রিয়কবির সম্মানে তাঁকে উৎসর্গ করিলাম ।