খোঁজে, বাঁচার রাস্তা, মানুষ হন্যে
কত না ভাবুক মন তার জন্যে ,
সুধীজন প্রেমময় আকিঞ্চন, মন
চায় আনন্দঘন জীবন- যাপন ।


কতোর পটুতা কৌশল জন্মলগ্নে ,
তোষামোদী শিক্ষা, মামা-ভাগ্নে ।
পার পেতে সহজ পথ স্বার্থ নিয়ে
হরদম কর্ম চালায় জীবন জয়ে ।


শূন্য ক্ষোভ কনকোজ্জ্বল রং অঙ্গে !
পরের মাথায় কাঁঠাল তারা ভাঙ্গে ।
প্রাপ্য বদনাম, সমাজ বিরোধ কত
অদেখা অবহেলা- অগ্রাহ্য ক্ষত ।


ঠুলি চোখে, কানা, আত্মকেন্দ্রিক ,
লাভ-লোভ, ভাবনা শুধু মাত্র শিখ !
বাঞ্ছা রাখে না মনে প্রেমে আপনা ,
নিজ-নিজ গণ্ডি জ্ঞান, এটুকু জানা ।


(ইং-০৫-১২-২০১৮)