একশত তিরিশ কোটির দেশ
নেতা চায় দূরিতে কষ্ট-ক্লেশ ,
বৈঠকে মন্ত্রীসভায় হ’ল পাশ ,
সকলে বিদেশ ঘোর বারমাস ।
জনতারে ছলো, খাটাও বুদ্ধি ,
এ যাত্রা দেশ মঙ্গল ও শ্রীবৃদ্ধি ।


জলের দরে খরচাপাতি- ব্যয় ,
মন্ত্রীও সুযোগে বেশ কামায় !
দেশজুড়ে জোর ছড়ায় খবর ,
ব্যাঙ্কে খাতা খোলার তোড় ।
আজ্ঞা দেন, দাও মুফতে ঋণ
ওরা বাদ ! গরীব দুঃখী দীন ।


ব্যবসা ফাঁদো তেলে ভাজাভুজি
ঘরে বেচ চা- সমোসা-কচৌড়ী ।
জল পরিষ্কার, সাফ-সাফাই তরে
পালন কর পাতিহাঁস পুকুর ভরে ।
ক্রয়ে মন, লটারীর টিকিট-জাদা ,
সে বরদানের চিটফাণ্ড ‘সারদা’ !


(ইং-১৪-০১-২০১৯)
*-জাদা > বেশী ।