ছুরিতে ধার যতোদিন থাকে, ছুরি আদরের
কত কাজ হয় সময় অসময় বিপদে আপদে ,
পড়ে পড়ে জংধরা ছুরি, ফালতু অকাজের ।


শিরে , শিরায় শিরায় বিদ্যুৎ চমকায় বজ্রপাতে ,
সঙ্কটে সুচিন্তা ঘরকরে- সুষ্ঠু বাঁচার তাগিদে ।
‘করোনা’, দানে দেয় আশীর্বাদ, বাঁচ- বাঁচাও ,
তার জ্ঞানবন্টন কায়দা-প্রকার, ভিন্ন আদতে
সে বলে, স্বার্থত্যাগে একতায়- বিবেক জাগাও ।


মানে না জংপড়া বিবেক ,হিংসায়- আবেগ ,
স্বার্থ বিষাক্ত অণু -অমর । থামে না তার বেগ !
সর্বভুক সব করে পুড়িয়ে নিঃস্ব, তুচ্ছে ছাই ,
আগুনে যে পোড়ে স্বার্থ, এর কোন প্রমাণ নাই ।


(ইং-০১-০৪-২০২০)
*-ছুরি > মেধার সাথে তুলনা করা ।