স্বাভিমানে, স্বশাসনের পুণ্যদিন
স্বদেশী সজ্জনে গড়ে সে বিধান
সুকাম্য, হোক সর্ববৈরী সমাধান ,
জন ধরে পণ,- দেশ রবে স্বাধীন ।


বাহাত্তরতম গণতন্ত্র দিবসে দেখা
বাষট্টিদিন কৃষক আন্দোলন- দৃশ্য
রাজপথে ট্রাক্টর মিছিল -প্রকাশ্য ,
ইতিহাস সাক্ষী হয়ে রবে এ লেখা ।


আগে, সুধী মেধাধারী আসবে প্রজন্ম ,
দুর্দিনে হয় সুপথের জ্ঞান শেখা
মেঘ কেটে হবে আলোর দেখা ,
ভবিষ্যতে সুহৃদ- সুকর্মে হবে মগ্ন ।


সফলতার বিধান তাও হবে সমীক্ষা ,
হোক না পথ বিপদ শঙ্কুলে পাটা -
হিতার্থে নির্মূল করে পথের কাঁটা ,
প্রগতিশীল আদর্শে নেবে দেশ দীক্ষা ।


সর্বকালে মঙ্গলে জোটে ঐক্য কাতার
টিভিতে জনচোখ, উৎসবে বাহাত্তর ,
মানবই কাজে বাহক, শুভভাবান্তর ;
অনুভবিগণ অন্ত চায় -কৃষক ব্যথার ।


(২৫-০১-২০২১)