কেরালা, সে যে এক দেব ভূমি ,
নেই কোন ধর্ম- আস্থার কমি ;
সুসংস্কারে বহমান তার সুবাস -
ছোট আকারের পৃথিবীর বাস ।


প্রকৃতির কাছে মোরা, ছা-বাচ্চা !
‘সুনামী সে দেখিয়েছে তার ছায়া ,
কেরল, সে জলপ্লাবনে ছত্রভগ্ন !
আজি, প্রকৃতির আপদায় বিপন্ন ।


গোটা প্রদেশ ভরে হাহাকার ,
দুঃথ-কষ্ট, বেদনা নেই যারপর !!
কাল ছিল যে সুন্দর, সচ্ছল,
আজ দৈন্যে ভরা যে আঁখিজল !


মানবের হৃদয়, অসীম দয়াবান ,
কাঁদে দীনের প্রতি সদা তাঁর প্রাণ ।
এখন দরকারে সাহায্যে তার
গোটা বিশ্ব হতে মেলে সুখবর ।


সাংসদ, মহামান্য সব বিচারক -
এম,এল,এ, তাঁরা করে সহযোগ ।
বিদেশ থেকে, কত-কত দান -
ধর্ম সংস্থান, পোপ ভেটিক্যান ,
তাঁরা ও বদরহস্ত, দানেতে ব্যস্ত !
এক ফেরিওয়ালার বুক যে প্রশস্ত ,
তাঁর সব কম্বল ত্রাণে, সে দানে !
এমত দয়া আরো কতোর প্রাণে ।
এ যে মানবতার বড়ো মিশাল !
সে মসলার দেশ পুনঃ হবে বহাল ।


(ইং-২১-০৮-২০১৮)
*-মধ্য প্রদেশ ,জেলা নীমচ , বিষ্ণু কছবা, কেরালে কম্বল ফেরি করেন । তিনি কন্নূর জেলার গ্রামে ফেরি করা কালিন জল প্লাবিত দুঃস্থদের সব কম্বল দান করে দেন। ওখানকার কালেক্টর সোসাল মিডিয়ায় এ খবর পাঠান ।
স্রোত > হিন্দী পত্রিকা । দিন-২১-০৮-২০১৮ .