সব, আস্থা-রে ভাই, আস্থা -
দর্পণ ! ভবের গূঢ়-রাস্তা ৷
শরণে মেলে, বস্তা আর বস্তা ,
মুক্তি দানে ,সস্তা শুধু সস্তা -
সবই ,আস্থারে ভাই আস্থা !


জ্বালায় পেতে স্বস্তি-
মানব যে চায় মুক্তি,
কেবা দেবে যুক্তি ?
জড়েতে অভাব ভক্তি !
তবে, ধরমে আছে ব্যবস্থা ,
সবই, আস্থা-রে ভাই আস্থা !


সঠিক দিক, এক তো নয় ?
দশটা দিক, ভরা নিশ্চয় ৷
চাতক চাহনি, ঊর্দ্ধ পানে-
চড়ার শখ ,পুষ্পক যানে !
ভবনাটা যে শেষের ক্ষণে ,
কাল গনে ,জনে-জনে ৷
আশায় কাটে, শেষ অবস্থা -
সবই, আস্থা-রে ভাই আস্থা !


পেয়েও রত্ন, দেহ ঘরে-
ঘুরে বেড়াই তাকে ছেড়ে ,
কাদা ঘাঁটি, নড়ে-চড়ে -
হেলায় কাটাই জীবনটারে !
সব ভাবনা মাথায় পুরে -
মুক্তির চিন্তা খায় কুরে-কুরে !
চাই, জলযোগ,বাদাম পেস্তা,
গরম-গরম, চা-নাস্তা -
কড়া নিমকি, আর খাস্তা -
সবই, আস্থা-রে ভাই আস্থা !!


(ইং-০৫-০৬-২০১৭)