পৃথিবীর রঙ্গমঞ্চে কেহ বিপাকে ,
এ করুণ দৃশ্যে কেহ বা হাসে
যার বোধ শক্তির চির-অভাব
পর অনিষ্টে খুশী হওয়া স্বভাব ;
আদি হতে চলছে এমত খেলা
দেখে দেখে গত সব আচরণ
আহ্লাদে মাতমে ভরা পরিবেশ-
এ খেলা হয় না অন্ত- শেষ ।


মাছ যেন জালে, কষ্ট অশেষ
অশিক্ষার বীজ অমর,- সশক্ত
শিক্ষায়ও না পরিবর্তন বিশেষ ,
অঘটনের মূলে দান, সার-পানি
সচেৎ যোগানদার কর্মক্ষম খাসা -
গড়ে ওঠে না প্রতিবাদ- ভাষা ,
দিনোদিন বাড়ছে তীব্র হতাশা ।


(১৯-০৪-২০২২)