জানি, সুখের দেবতা ,      তিনি যে ভাগ্যবিধাতা ,
               তাঁর দান অসীম অপার ;
তিনিই ত্রাণের যোগ্য ,     নির্ধারণ করেন ভাগ্য ,
               তিনিই মাতাপিতা সবার ৷


বিরাজে সদা দয়াময় ,         সবারে চান বিজয় ,
              করুণায় বিগলিত পরাণ ;
দানে, শক্ত দু’টি বাহু ,       মাত দিতে কেতু-রাহু ,
           বঞ্ছা, মানবের হোক উত্থান ৷


দু’টি ত্যেজদীপ্ত চোখ ,     ঘুচাতে ভ্রম, দুর্ভোগ ,
             সবারে দিয়েছেন সাথে  ;
দু’টি চলমান পদ ,           মস্ত বড়ো সম্পদ ,
             প্রখর বুদ্ধি দেন মাথে ৷


সাথে আরো বলা-          হও স্বয়ং সচলা ,
            ভরে আছে উপায় সারা ;
সুন্দর দেশের বুকে ,        নীতিরা আছে জেঁকে ,
            সদা সদয় হিতে যে তারা ৷


যত রকম সু-অপ ,          কর্ম সব হৃদে জপ ,
              কারোর তরে মানা নয় ;
তবু কেন অপারক ,         কেন ভোগ- নরক ?
             কেন করো কর্মেতে ভয় !


একমাত্র এই দেশ !          বিদ্যায় ভরা অশেষ ,
               যোগ্যতায় দাও মনন ৷  
নিজ স্বার্থ, লাভ ধরে ,      কত যে যায় উৎরে !
               সেই পথে কর গমন ৷  


দেশের বর্তমান অবস্থাকে দেখে , এখানে সম্পূর্ণ ব্যঙ্গে বলা হয়েছে ৷  
(ইং-২৫-০৯-২০১৭)