সজ্ঞানে অপকর্ম কেহ করে
তার পরিণাম উত্তরসুরীরা ভরে ,
অন্যায় সে স্বচ্ছ-স্ফটিক রূপ
তার অন্তিম- বেদনাদায়ক খুব ।
জ্ঞানী হামেশা অন্যায় রুখতে
দ্বিধা করেন না জীবন দিতে ।


ফোঁড়ার উপর মাত্র পট্টিবেঁধে
হয় না নিরাময় রোগ- রোধে ,
দূষিত পুঁজরক্ত নিঃশেষ হলে
কাজে ব্যাধির শুভফল মেলে ।
অন্যথায় রোগ- ধামাচাপায়
পুনঃ অঙ্গে ভরে তা’ অমাপায় ।


সমাজিক ব্যাধির এমনই কারণ
বিনা দোষেও হয় জীবন হরণ ।


(১১-০৫-২০২২)