ভগ্য যেন বাতাসে ওড়ে, জীবনে সবার
বিচিত্রধারায় মানুষ বাঁচে ভিন্নতা একাকার ,
বোধের ভিতর-বাহির অদ্ভূত সে হয় সহায়
যার যেমন সাধ্য, টেকায় খোঁজে উপায় ।


অনেক সময় সাঁতার জানা আর নাও জানা
চলনে বাঁধে না বিশেষ কাজে মুক্তিপানা ,
প্রবল ঝড়ের পাল্লায় , সমস্যা ঘেরা জীবন
সেথা রক্ষা পেতে চাই সুষ্ঠু অনুধাবন ।


সাধারণ ছাপোষা তারা ঝাণ্ডা উঁচু করে
জীবনপথে চলে ভরসায়- আস্থা ধরে ।
অগতির গতি মান্যতে সে উপরওয়ালা -
তারা বোঝে না, কালের বিচিত্র খেলা ।
সব উত্তাল পারাবার পারিতে লাগে মেধা,
অত ভাবে না কারণ, তারা সিধেসাদা ।


(০১-০১-২০২১)