পাপী পেট, তার উত্তাপ অসহ্য
ক্ষুধায় কাতর, বেচারা হয় দগ্ধ !
দাও অমৃতসম জ্ঞান ভাণ্ড ভরে
ওঠে ব্যথা খিদেতে, নড়েচড়ে ।


ক্ষুধা ভুলানোর কথায় কত চেষ্টা-
তায় কী মেটে সে ভুখার-তেষ্টা ?
সমাধানে যদি না কাছে বিজ্ঞজন
অবসম্ভাবী সম্মুখে ঘটে অঘটন ।


সাগরের প্রলয়কারী সুনামীর ঢেউ
কূলের প্রাণীকুল, বাঁচে না কেউ ,
সূর্যের স্নিগ্ধ আলো প্রাতে প্রতিভাত
ভুখার পেটজ্বালা হয় না নির্বাপিত ।
অজুত ভুখা পেট অধৈর্য্যে অতি
কালক্রমে করে বসে তারাই ক্রান্তি ।


(ইং-০৫-০৭-২০১৯)