আজ বছর যাবে
বড্ডো পড়েছে শীত ,
আমি দেখিনি এমনটা
এর আগে অতীত !
কাল নূতন বছর -
শীঘ্র খুলবি দোকান ,
সবার মন জুগিয়ে -
রাখবি ক্রেতার মান !


মম দোকানে চা-পান
সবার ভরে প্রাণ ,
সামান্য জ্বরে হা-হুতাশ -
ছাড় দিখিনি অভিমান !
সর্বশরীর তোর ব্যথা ,
আগুনে ছেঁকে নিবি ;
মাথাযন্ত্রণা !তাও জানি -
কাজেই ভাল হ’বি ।


জানিস কতটা ক্ষতি ,
দোকান করিলে বন্দ ?
দেশের অবস্থা খারাপ ,
সবে দেবে গালমন্দ ।
সব দোষ ঐ শীতটা -
সেই করে সর্বনাশ !
আগে আর ও খারাপ -
নেই কোন বিশ্বাস !


কর্মী তোরা এ ভবে
খাটবি বার মাস ,
তুই মোর- আপন
ভাবি না ক্রীতদাস !


(ইং-০৬-০১-২০১৮)