রাম ভরসায় অর্থ ব্যবস্থা যার
যখন চারিদিকে পরাজয় তার
তবু সহজে মানবে না হার
মহা চালাক- চতুর যে -
তাই প্রবোধে বুঝায় সে লোককে ,
আমেরিকায় এখন মহামন্দী
সেথায় হাহাকার করে ধনী
অভাবের সাথে করছে সন্ধি ।


এ দেশের ছাপোষারা
ওদের দেখে দেখে তোমরা
ভাল মন্দ কর না খাবার আশা ,
দেশের সরকার ভীষণ উদার
ধর্ম,ধ্যানেই দেশ হবে উদ্ধার ,
অল্প সুঁই ফোঁটালো মাত্র এবার
হয় নি অতটা মূল্য বৃদ্ধি
গলাকাটা দাম ওঠে নি এখনো –
পেটের চিন্তা-দাও ছাড়ি ,
স্বাধীন পতাকা উড়াও বাড়ি বাড়ি
চলবে না আর দল পাকানো ।


যুদ্ধ- ইউক্রেণ, লঙ্কায়
ঢেউও ওঠে শান্ত গঙ্গায় -
নিদ নাই, যদিও শংঙ্কায় ,
দেখেও শেখ না প্রভু আমেরিকা ?
আজ মন্দীতে কত অসহায় একা !
ভরসা করো নিজ-ছায়া
ছাড় ! কিছুটা সুখের মায়া ।


(২৯-০৭-২০২২)