সমুদ্র তার প্রতি, ভাবনা সুগভীর
অনন্ত-অসীম সুদূর- তার তীর ,
কখনো ঊপরটা শান্ত, গুরুগম্ভীর -
অতলে অদ্ভূত, অজানা কত ভিড় !


নীচে অন্তঃস্রোত ,সর্বদা চলে -
উপরে কখনো অদেখা ,জলে ।
কর্তব্যে সাগর করিছে করম -
নিয়ত প্রবহমান তার যে ধরম ।


জনমানসে সমাজ নিয়ম ধারা -
সাগর নিয়মে অপরিবর্তন তারা ।
তাকে বাঁধা অসাধ্য, নিয়মে কেহ ,
সেথা অদৃশ্য স্রোত- অপরিমেয় !


কালের আঘাতে পুরাতন নীতি -
পালটাবে অদূরে তার পরিস্থিতি ।
যদি সাগর স্থির ,বিনা হালচাল -
ভবের প্রবাহ হবে, চির অচল !


(ইং-২০-০২-২০১৮)