মানব সভ্যতার এত বছর পর
এত জ্ঞান- বিজ্ঞান শিখেও
কেন লোক ক্রূর- বর্বর ?
কী সে মুখ্য কারণ ?
শোভে সে পৌরাণিক আভারণ ,
এ যুগেও দেখা,- না পরিবর্তন ।
তবে মানব মন কি পাষাণ -
স্থায়ী জড়-অনড় !তার স্থিতি মান ?
এখনো চায় রাজ, ধর্ম টেনে
অহরহঃ কর্মকাণ্ড সূক্ষ্ম পরিক্রমা
তাই ধর্মাধারিত দেশ নেয় মেনে ।
জানা না, বিশ্বটা আজ দরকারে সবার
পেটের দায়ে সর্বত্র বসবাস ,
নিয়ম-পরিধি-কানুন যেন খাস
মান্যতায় জোটে আহার ।
ক্ষুদ্র মানসিকতা বিচার -
আজ অচল এ সংসার ,
মিলেমিশে বাঁচতে আবার
অনেক কিছু দিতে হবে ছাড় ।
(০৯-০৬-২০২৫)