সসাগরা বিশ্ব, সজাগ সচেতন ,
নিয়মে ধাবমান ;
বিশাল আকার তার আয়তন ,
দৃঢ় স্থায়ী বাঁধন !
উদ্ভিদ, পশুপক্ষী,- জীব সব
বাঁচিছে মর্যদায়  ;
ত্যাগ-তপস্যায়, জাগা সম্ভব ,
এ ব্যবস্থা ধরায় ।


আপসে দ্বন্দ্ব, সংঘাতে ভরে
শান্ত ভূবন মাঝে ;
দুর্ভোগ অশান্তির রাস্তা ধরে -
বৃথা আনন্দে মজে !
মানবের মানা, পৃথকতা ধর্ম ,
অবচেতন চিন্তায় -
সেমত আচরণ- অশুভ কর্ম ,
ভরা অহং-মাথায় !


ক্ষুধায় প্রাণী ডাকিলে রাতে ,
সে নাকি চিল্লায় !
অর্থ খোঁজে না মানব তাতে ,
তার কাতরতায় ।


লড়ে- লড়াই , কত অকারণে
স্বার্থ করি সম্বল ;
সমাজ মাঝে একারে মানে -
সে-ই শ্রেষ্ঠ, প্রবল !


(ইং-২২-০৬-২০১৮)