নাড়ি টিপে বদ্যি মশাই
ব্যবস্থা দেন তার ,
নিষিদ্ধ খাদ্য খুব খেয়েছে
রোগের অতি বাড় ।


আদর ভাবনা মেলা মেশা
হলে পরে কম
অতি সহজে পেছনে পড়ে
দণ্ডধারী যম ।


ড্রাইভার চালায় গাড়ী বেগে
সাহেব পাচ্ছে ভয় ,
আজকে কী তোর মনটা খ্যাপা
জীবন করিস না লয় ?


ঘানির ঘূর্ণনে বলদ হাঁপায়
রোজানা কাজ তার ,
মানুষ হয়ে ও দিন মজুরের
এই তো সমাচার !


খিদের জ্বালায় ভুখার তৃপ্তি
চাই না স্বাদে নোনতা ,
একথালা ভাত সাবাড় করে
হোক না আলুনী পান্তা ।


(ইং-২৫-০২-২০২০)