ঘরের কর্ত্রীর রুদ্র মূর্তি ,
কেন গাই, রান্নার বিকৃতি !
“কি রেধেছ, এই সকাল -
স্বাদে শুধু , টক্ ঝাল ?”


হাতে খুন্তি, তুলে ধরে ,
বেজায় জোরে কথা পাড়ে !
তুমি আজও বড্ডো সেকেলে ,
মিষ্টি চাও, সব ফেলে ৷
প্রেম হীন এক মরাল -
চাওনা খেতে টক্ ঝাল !
হায়রে মোর পড়া কপাল -
ঘর করছি, নিয়ে পাগল !


এ যুগটা টক্ ঝাল-
সবারে দেখি মস্ত হাল ৷
মিষ্টি- মিঠাই- মণ্ডা -
দোকানে, বাসি-পচা-ঠাণ্ডা !
সবাই চায়, চটপটে -
কাব্য কথায় তাই ঘটে !
সময় কম ,আনন্দ বেশি !
পড়ে না বই, রাশি-রাশি ৷


এখন সটকাট্- চলন -
ইহাতে হয় না পদস্খলন !
সবাই মানে, এটাই পথ ,
ভেবনা এটা, মোটেই আপদ !
ধর্ম কর্ম, প্রেম-জাল -
সবাই চায়, টক্ ঝাল !!


(ইং-২৬-০৬-২০১৭)