মানুষের মনে দানা বেঁধে আছে
এক আজন্ম গাঁট-ক্যানসার্ !
সুযোগে কাজে, সময় সময়
বদরূপ ধরে আকসার ।
জাত-ধর্ম ,রূপ-মেধা, চায় ফল
সে-ই সংসারে শ্রেষ্ঠ প্রবল ।
বাকিরা হেয় ! ডাকে তুচ্ছ আখ্যায়
এটাই রোগ, অস্তি-মজ্জায় ।


কোন যুগে, অবোধ রাজে
হয়তো পেয়েছিল তায় সুঘ্রাণ
এখনো শিক্ষিত সমাজে
সে অতীত ধারায়- চায় মান
আসলে, মূলে শিক্ষার অনেক কমি
যেন মনটা গড়া পাথুরে মমি ।


(১৪-০৯-২০২১)