ছোট-কদ্ শক্তিহীন বড়ো লাচার !
ইঁদুর খোঁড়ে গর্ত, আশা বাঁচার ।
সাপ তার শিকারে অতি মাহির
কাজকর্ম ফেলে গর্তমুখো ভিড় ।
ঐ শিকারী বেজি, বোকা সেও না
সে জানে ঠিক, সাপের ঠিকানা ।
প্রকৃতির চলন-রূপ, এমনি ধারা-
একে অপরকে খেয়ে-বাঁচে তারা ।


মানুষ তো নয় ! বুদ্ধি-বিবেক হীন ,
ধর্মকর্ম, শুভমতি, পার করে দিন ।
উদার সে মানে ধর্মে, নিরপেক্ষতা ,
কারো বা ভ্রান্তি গর্ব,স্বধর্মে শ্রেষ্ঠতা !
তুচ্ছ তাচ্ছিল্য অপরের আত্মগরীমা
কেবলি মতটুকু জানা ভবের মহিমা ।
গণ্ডিবদ্ধ পথে আগে দর্শন দুর্গতি ,
বাঁচা, ইঁদুর-সাপ-বেজি তার ভাতি !


(ইং-০৩-০৯-২০১৯)