কতই ভাবায় ,         মনের কোণায় ,
           বিশ্বে তুমুল আশ্চর্য !
আজবে ভরা-          সমস্ত সসাগরা,
           জ্ঞানে পাটা ঐশ্বর্য !
মনেতে ধরি            প্রচুর তাহারি ,
           অনুপম মাখা হর্ষ !
হাজার অযুত          দেদার নিখুঁত ,
           শিল্পকলা তার ভাস্কর্য !


প্রাতে, পূর্বকোণে,       আপন মনে ,
           রবির সদ্য উদয় ;
ছিল অজানা            জ্ঞানটি কানা ,
            একদা বিশ্বময় !
কি কারণে ?             পৃথিবী ভরে,
             ধর্ম হয় সদয় !
কণ্টকে আঁটা          তার গন্ডি কাটা -
             শক্ত, ভরা ভয় !


রূপে মানুষ ,            তবু ও কলুষ ,
           ভরা যেন সংসার ;
সত্য ছেড়ে               ধূমিল, আদরে ,
             করি, কণ্ঠ হার !
ভাগের তরে ,          সর্ব, ঘরে-ঘরে ,
            ব্যবস্থিত আছে বিচার ;
সারি যত                    সাদ্ধ মত ,
            নির্ভেজাল আচার ৷


এই তো পাত্র !          ক্ষমতা যত ,
            ভাবি, সবই আশ্চর্য !
তবু শুভক্ষণে,          বৃদ্ধিতে জ্ঞানে -              
            কৈ সেথায় উৎকর্ষ ?  
তাই আশ্চর্যকে,         অদ্ভূত শিখে ,
             শান্ত সদা চিত্ত !
জীবন ভর-                আছি বিভোর-
            খুশী মনে তৃপ্ত !!


(ইং-২৯-০৫-২০১৭)