মানুষের চিন্তন, যাতনার মুক্তি
মান্যতা ভরা তার আস্থায় ভক্তি ,
অজান্তে স্বার্থীরা কুৎসা রটায়  
কত না ক্ষতি ক্ষণেক্ষণে ঘটায় ।


ত্রাণের উপায়ের পথ খোঁজে
অত্যাচার সহে সে মুখ বুজে ,
শোষণ শলাকার লাগলে ছ্যাঁকা
দৃঢ়মুষ্টি তোলে ক্ষমতায় একা ।


ফল, প্রবল দুর্বলে বাঁধে দ্বন্দ্ব
বলহীন, হামেশা- সে হয় মন্দ ,
মাথা ঠুঁকে সৎ পায় না পরিত্রাণ
এমনি যে সমাজ-চেতন মান ।


গরীব সে সংখ্যায় বেশী, বড়ো
ভয়ে থাকে হামেশা জড়োসড়ো ।
গণতন্ত্রের ন্যায্য হয় না বিচার ,
আর্তের জীবনে শুধু হাহাকার ।


(ইং-১২-০৯-২০১৯)