বিজ্ঞাপনে চটক- ভরা বাজার
ঠাসা দোকান, হাজারে হাজার ,
বস্তু সব তারা- দিতে চায় সুখ
আসলে হয় চাষ, নিকষ দুখ ।


এই তো সফল অধুনা যুগ
সময় ধরে হাসো, নাচ, খুব !
বর্তমান ও ভবিষ্যৎ অদেখা -
শুধু , নীতিশূন্য ভাবনা শেখা ।


হারিয়ে আত্মশক্তি জ্ঞান-বল-
চঞ্চল বেগগতি । কৈ ধরাতল ?
অদৃশ্য গন্তব্যসীমা,-ঠাঁই অতল -
রাস্তায় অজান্তে অনিচ্ছায় চল ।


(ইং-১২-১১-২০১৯)