যেন, সোজা আঙুলে ওঠে না ঘি -
ভোটে দাঁড়ালেই লাগে কত কি !
অবাধ, বাঁধ ভাঙা জনতার ঢল -
প্রচুর গাড়ি-ঘোড়া,চাই অর্থবল ।


যার দিকে ভাগ্যে গড়াবে জল ,
তার কপালে ফলে, শুভফল !
ভোট দ্বারা পরিবর্তন, সময় করে ,
দেশের সু-নেতৃত্বে, ভাগ্য ফেরে ।


ভোট যেন রত্ন, সখের মিঠাই -
দেওয়ার আগে খুব আদর পাই ,
যেমনি হয় সারা, নেতারে ভোট -
সেই চির হা-হুতাশ! বাঁচায় মোট !


যেমনি গদিটা হ’ল নেতার পাকা -
বাড়তি মূল্য, আমার যেন সখা !
নেতার পাতে, মধু-দুধ-ঘি ,
মম পেটে ডাকে, চামচিকি !


ভোট-ভোট করে কতনা তার -
বুকেতে ধরা হয় আশা অপার ,
মন চেয়েছিল উজ্জ্বল আকাশ -
পেল ছোবড়া ,উদাহ সব শাঁস !


যে ভোট ! কপাল ফেরার মন্ত্র ,
দেখছি সে আজ, দুর্ভোগ যন্ত্র !


(ইং-০৩-০১-২০১৮)