লক্ষ হাজার মূষিক খেয়ে
বিড়াল চলে হজে ধেয়ে ,
বাসী পচা উদরে পুরে -
শিয়াল গঙ্গায় চান সারে !


শিয়াল, বিড়ালের কি দোষ ?
শাস্ত্র ভরে ,বেজায় যোশ !
সারা কালের ভরা অপকর্ম,
ধুয়ে মুছে ফেলায় যে ধর্ম !


তীর্থ দর্শনে পাপ যায় উবে  
স্বেত-শুভ্র দেহ ধারণ ভবে !
সহজ পন্থা দোষ মুক্তির -
আদরে পূজো এসব যুক্তির !


অপকর্মের মূল শক্তি
আস্থায় রাখ অটুট ভক্তি ,
মনকে করো ভাবুক ভিড় -
ঝঞ্ঝাঝড়ে পাবে তীর !


মাতো যতো, শুরু শেষ -
মায়াবী রূপে সাজো বেশ ,
মনে রাখ, শাস্ত্র উপদেশ-
মুক্তি তবে সর্ব ক্লেশ !


তাই তো ধরা সুখের হয় ,
মানুষ রূপে মানুষ কয় !
ভেবনা এটা মনেতে ভুল -
দাও, বিনআচারে ধর্মে তুল !


আস্থার বান অঙ্গ ছায়া -
শীতল করে তপ্ত কায়া ,
বন্ধুর করে ,অতি সুসমতল ;
অমৃত লাগে, মহা গরল !


(ইং-২৯-০৬-২০১৭)