গগনের তারা অগুন্তি ,আকারে অতি বৃহৎ
মানুষ আয়তনে ক্ষুদ্র তবে মেধা তার অগাধ ।
অগুন্তি সেও, অতি ক্ষুদ্র প্রাণী -নাম মশক
মশা অতি তুচ্ছ তবুও মহাবলি রক্ত শোষক ।
‘করোনা’ বিষাণু অতি অতি ক্ষুদ্র শক্তি অসীম
আয়তনে মশার তুলনায় আশমান জমিন ।
‘করোনার’ ভয়ে মানুষ কেঁচো, পোকা
মশা, তারে মোটেই করে না তোয়াক্কা !
মাক্স পরে না, রুগীর রক্ত চুষে পেট-ঢোল -
সে মশা শহরগঞ্জে, শুনেই চলেছে হরিবোল ।