সুস্বাদু সন্দেশ দোকানের মান ,
রসে, মাছির বুকগুলি টান-টান !
সন্দেশের গুণাগুণ জানা যায়
খবরে আসে, সন্দেশের পাতায় ।
প্রত্যুষে অপেক্ষায়, আবেগময় ,
সন্দশে, কাগজে, মন মজে রয় ।

মুখরোচক সন্দেশের কাড়াকাড়ি
চলমান খবরে খুব বাড়াবাড়ি ,
সম্পাদক চায় টাটকা সন্দেশ -
উদর ভরে খাক তা’- সারা দেশ ।
চাই টকঝাল মসলা, পরিপাটি
খরিদ্দার আগ্রহী-উৎসুক অতি ।


ময়রা, সন্দেশ গড়ুক কিছু খাঁটি ,
ভেজালে যদিও ! হবে না মাটি ।
ছানার বলো- বা খবরের পাতায়-
মন্দ না সন্দেশ ! সবার মাথায় ।


(ইং-১৮-০৮-২০১৯)
*-এখানে ‘সন্দেশ’, > 'মিষ্টি' ও 'খবর'- দ্ব্যর্থক রূপে ব্যবহার করা হয়েছে ।