একদা জ্বালিয়া জ্ঞান-আলো ,
ভক্তরে গুরু স্বপ্নে দীক্ষা দিল ।
বলে, ভোটে জেতার পর -
হে নেতা, করিও ইচ্ছে সাকার  ।
তখন চাওয়ার আর কি বাকি -
ধর- বিদ্যাটি, শুধু দিতে ফাঁকি ।


অহরহ পাখি পড়া শিখে -
ধ্যেয়ে এসো এ ধারার দিকে ।
যদি না ভরাট, মনের ভার ,
তবে বাঁচা, কিসের তরে তার ?
কতো যে করে কত আশা -
মুখ্য চাওয়া, শুধু মাত্র পয়সা !


ভাগ্য দেবী নেতার দলে -
বাক্স ভরো, নিজ মঙ্গলে ।
ছাপিয়ে গেলে, না ধরিলে ?
ভিতে পোঁত, মাটির তলে ।
সাত পুরুষ বসে-বসে খাবে -
তব সার্থক জনম এ ভবে ,
বড়ো ভাগ্যে জোটে এ পদ
নেতাপদ যে অমূল্য সম্পদ !
জাপটে ধরো দু’হাতে
শান্তি পাও কর্মে মেতে ,
জানিও এ ফল জনতার দান ,
ভাবিও মনে জনতা অনজান !


দেশমাঝে ছলে বলে- চলা -
নিজ সুখে বহে যাক বেলা ,
হোক না দেশ অন্ধকার ময় !
নিস্বার্থে জীবন করো না ক্ষয় ।


(ইং- ০২-০৫-২০১৮)