হে, সুজলা সুফলা, স্নেহময়ী অবলা মা !
মোর অবোল- বোল, করিয়ো ক্ষমা ৷
মন অস্থির ! অতি বেদনা যে জমা-
কাকে শুনাই ? তুমিই করুণাময়ী মাতৃসমা ,
কোমল মন, চির ঊন্নত, তব শিরঃ -
অমোঘ আঘাতে তুই মা,-তবু ধীর-স্থির !


সদা দেখি মা ! তব দু’নয়ন ভরা বারি-
এত বেদনা কি করে মা- সহিতে পারি ?
সে বারি নদী জল হয়ে, মেশে সাগরে -
সে বারি সমায় তিনদিক, মহাপারাবারে !
যুগে-যুগে সীমানায় অরি দমনে,
বারিধি রূপে সবে, রক্ষো- একমনে ৷


উপর,মস্তক হিমালয়, যেন এলোকেশী-
অভয় দানো মরমে অতি ভালবাসি ,
অহরহ সেথায়, অনন্ত কাল প্রতীক্ষা-
করো সবারে মহাবিপদে সুরক্ষা ৷


বক্ষে তব দিগন্ত ব্যাপী উর্বর ভূমি -
ভরা মনোমোহিনী, চির সবুজ বনানী ,
অন্নরে কোথাও রাখনি কোন কোমি ;
তবু, বরংবার একই কথার ওঠে ধ্বনি ,
ওরা কাঁদায় তোমা, যতো জ্ঞানী-গুণী !


এক যে “বিগ্ বস্”, জীবনে অমিট আশ ,
যদিও দেশময়, প্রচুর তার নাম যশ !
নাম আসে খবরে “পানামা পেরার্স”,
গোপনে, চায় বাঁচাতে, আয়কর-ট্যাক্স !
তবু ,'প্রসাধনে' নিত্য করে বিজ্ঞাপন -
মা, সে যে বড়ো, অভাবে বাঁচাধন !
এছাড়া পথ নেই ! বাঁচার কোন কারণ ?
তাই ,এ নিয়েই করে, জীবন ধারণ !


এক সুকন্যা, তিনি নৃত্যাঙ্গনা -
'সংসদ' পাত্রী হয়ে, হলেন- ধন্যা !
নিয়ত রত, দেশহিত কাজের চাপে -
তবু বিজ্ঞাপন দেন, ফাঁকে-ফাঁকে-
নির্মল নীরের গুণধর্ম মাপে ,
দিন চলে না, বিনা বারি জপে !
তিনি সুপ্রচারক-'জলশোধক ম্যাসিন' -
সততঃ কিনিতে বলেন প্রতিদিন -
মা, সে যে চায় ফেরাতে দেশের দুর্দিন !


এক বকধ্যানী ! বেশ তার ধারণ কৌপিন -
টিভিতে বাধ্য, শুনিতে ভাষণ প্রতিদিন -
বলে,তোমারা কিসের ছাই শৌখীন ?
আমার দ্রব্য কেন,তবেই আসিবে সুদিন !


দেশের সেরা পুরস্কার  ! সে দেশরত্ন ,
তাঁরে হয় দেওয়া ,সাথে আদর-যত্ন !
সেও 'বিজ্ঞাপনে' পয়সা ! প্রচুর জোড়ে-
কাজ ! দেশ বিদেশে ঘর কিনে ভরে !
বিভূষিত সে শ্রেষ্ঠ রত্ন আবার -
খেলায় মন করেছে জয়- সবার !


আর দু’ভাই, থাকার দরকার তাই-
ছত্রিশ তলা কুঠি,ছাদে আঁটা পাই ;
জবাব নাই ! উপরে হেলিকাপটার-
মা,এদের ঘরেতে ভরা তোর ভাণ্ডার !
তুমি আইনে পথ দাও তাঁরে সঁপে ,
ভুলে ! সে কী তোমার নাম জপে ?
তোমার দয়ায় যদিও উঁচুতে ওঠে-
থামে না গতি কোন ভাবে মোটে ৷
ওরা ওঠে, রাতো-রাত -এক লাফে ,
ওদেরও তবু, আদরে রাখ মা,বুকে !


এরা দেশের স্বর্ণবর্ণ- কেকা-কেকী !
দেখিনা মা- তোরে, করিতে বকাবকি ৷
মা ! তোর আঁচল তলে তো খেলা !
আরো অগুন্তি জমা আছে মেলা ?


এক মহান ! সে সহারারে সাথে করে -
তার ইচ্ছে,কালো-লক্ষ্মী পেঁচা ধরিবারে !
সে এখন আদরে, পড়ে জেলে ,
কতো তাঁর সাথীরা আছে তেলে-জলে !


বল মা, তবু তোর চোখে জল  !!
এ বেলা মুছে ফেল ! দিয়ে আঁচল !
এসব, ভদ্র দেশের ব্যাপার ! চল ,
নীতি আরো নামিবে, গভীর অতল !!...


(ইং-২৫-১২-২০১৬)
সমায়  > অবস্থিতি, সমাবেশ ৷
শ্রদ্ধেয় মন্যবর সুধী পাঠকগণে বিনতী, মন্তব্যদানে অতীব বাধিত হব ৷ অতি মর্মাহত হয়ে কাব্যটি আসরে রাখিলাম ৷ সবে সশ্রদ্ধ ধন্যবাদ জানাই ৷