আকাঙ্ক্ষিত খাবারে,... মুখে এক স্বাদ
চাহিদায় না পেলে,... আর এক স্বাদ ,
একই জিনিস বেশী পেলে.... হয় বর্বাদ !
ছোট শিশুর কেবলি দুধে তার টান
পেটুকের ভাতে স্বাদ,  থালাভরা চান ।


ডুবে ডুবে জল খাওয়া- ও,... এক স্বাদ
দেখিয়ে খেয়ে, অনেকে মিটায় মনের সাধ ।
অভূক্ত তার জিহ্বার স্বাদ....কত যে মধুর ,
চেহারায় স্বাদে চমক ! ভরপুর জাদুর ।


কষ্টের ধন বুকে থাকে, আপনত্ব স্বাদ প্রচুর ,
লুটের সম্পদ অতি শীঘ্র বিস্বাদে হয় ফতুর ।
পৌষের স্বাদ, প্রভাত রৌদ্র, দুধ-গুড়-মুড়ি ,
মদিরালয়, স্বাদে মাতাল সে যায় গড়াগড়ি !
ঘরে শুয়ে-বসে স্বাদহীন জীবন, বাতে ধরে ,
কষ্টের তীর্থ, চঞ্চল মন, পুণ্যি-স্বাদে ভরে ।


(ইং-১৫-১০-২০১৯)