নেতা চরিত্র সদা ভাষণে ব্যসন
গরীব রবে না দেশে, ভাষ্যে রটন
কথায় দুঃখী ভেজে, বন্দ হয় না হাঁ -
মোহাবিষ্ট, গলধিকরণ একমনে তা !


জনম জনম ধরে বসবাস কুড়ে
গজায় না পাকাঘর তার কুড়ে ফুঁড়ে ,
টি,ভি, কাগজে সুন্দর রঙ্গিন ছবি
সরকারী খাতায় পাকা, নেই গরীবি ।


খুশীতে জনতা হয় ফুলে কলাগাছ
সরকার আরো দেয় রূপবতী সাজ ,
বাজায় ঢোলঢাক তারে নিয়ে সদা
গা ঝাড়া আচরণ, শ্রোতা ভাবা হাঁদা ।


সৎ তার মরণের না মহত্ত্ব দাম
সমাজে বদের দেখ কত না সুনাম ,
সরকারের ভাবধারায় তারতম্য না
লুট মতলব তার জনতার খজানা ।


দেশবাসী তার কাছে বোকা ও বোবা
সুযোগে যারে তারে মারে সে থাবা ,
ফুসলিয়ে ঘি খায় নেতা মালামাল
বংশ পরম্পরা ধারা ব্যাপক উজ্জ্বল ।


(২৪-০১-২০২১)
জমানা >  কাল