নেতার গলায় বিষাক্ত ফোড়া !
মুখর সে নেতা, আজ বাক হারা ।
গোলবৈঠকে চিকিৎসক জানায় ,
এ ব্যাধির জন্ম, ভেজাল খানায় !
ডাক্তারের অন্য দল , বাদসাধে -
না ! এ রোগ হয়, ভিন্ন অপরাধে ?


জীবনে অপকথা, বলেছে প্রচুর -
তারি তরে এ ফোড়া নাসুর !
মন্ত্রী বলে, সারো আগে রোগ -
পরে করিও কুৎসা, আভিযোগ !


পুনঃ, নেতারা শুরু করে ভাবা -
ডাকিল সর্ব বর্গের মন্ত্রীসভা ।
দেশের আবহাওয়া অতি দূষিত ,
রুগী পায়না অক্সিজেন, ঠিকমত !


বাড়াও বাজেট, পাঠাও বিদেশ !
নিরাময় হবে রোগ, যাবে ক্লেশ ।
শহীদ বেদিতে ঢালিয়া জল ,
সত্তর বছর তুলেছি ফসল !


আমরা মহান আরো যোগ্যবান ,
বিদেশের চিকিৎসায় বাঁচে মান !
যেহেতু ব্যধিটার জন্ম স্বদেশ,
এর নিরাময়ে যাব বিদেশ !


(ইং-০৪-১২-২০১৭)
হিন্দী শব্দ, খানায় > খাদ্য পদার্থে , নাসুর > প্রাণ ঘাতক ।