কত-কত পরীক্ষা ভালে হায়
কালেতে যেন ভরা সেথায় ;
চলা চাই ধার ! তলোয়ার ’পর ,
দু’ধারে দাঁড়ানো অস্পরা অপার ।
তারা দিগম্বর, অপরূপ সুন্দরী ,
মনকাড়া রূপসী, স্বর্গ-পরী !


দু’হাতের ’পর মঙ্গলঘট ধরি ,
দিতে হবে পরীক্ষা পণ তারি ।
পূত নীরে ঘট, কানায় কানায়
পারিতে হবে পথ !যম জানায় ।


“নেব পরীক্ষা আজি এ কালে
একফোঁটা জল নাপড়ে উছলে ;
ঠিক সময়ে চলা গন্তব্য স্থলে -
চাই সত্য পরিচয় কর্ম মূলে ।
পরাজেয়র শাস্তি, প্রায়শ্চিত্ত ,
হ’লে অন্যথা, মৃত্যু নিশ্চিত !”


(ইং-২৩-০৯-২০১৮)