বিদেশে পড়ে, দেশে ফেরে বুধো ,
প্রতিজ্ঞা, দেশ করিবে বিশুদ্ধ !
ভাবুকেরা সব মিলে নেতা গড়ে ,
গভীর আশায় জনতা,তার ´পরে ।
সহজে পেল মান, সিংহাসন ,
দেশ গড়ায়- বুধো দিল মন ।


নেই জানা, দেশের সে নক্সা -
জানে না ভাল, সর্বদিক-দিশা ,
কি-কি ঘটে, প্রতিদিন সীমানায় -
আসে না মাথায়, তাঁর ভাবনায় !
দেশের লোক- বাড়ে কি হারে ?
জবাবে বলে, বাঁশ সে আচারে -
বাড়ে ভিটেতে। ঝাড়ে-ঝাড়ে !
এটা নয় সমস্যা ? দেশের তরে !


আরো জানায়, বিদেশ উপমায় ,
এ দেশের লোক, ভোলা অতিশয় !
ক্ষণে পেলে, সুখের কোন স্থান -
পড়াশুনায় ,অমনি প্রত্যাখ্যান !
দেখ, আমার জ্ঞান ও শিক্ষার -
পেলাম প্রতিফল ,সুখটা রাজার ।
সবে মানে মোরে, বিজ্ঞ-জ্ঞানী ,
কতনা আদরে মোরে, গরীব-ধনী ।


ভরা দেশে অলস ,সরল, লোক ,
অতীত নিয়ে বৃথা, করে শোক !
না চমৎকার !ভাবনায় করিস্মা ,
মনের কোণে হা-হুতাশা জমা !
কি করে, করি, উন্নতির আশা ?
নেই বাড়ার আকাঙ্ক্ষা খাসা !


(ইং-০৮-০২-২০১৮)
হিন্দী শব্দ,- করিস্মা > চমৎকার, নূতন কিছু করা ।
(সস্তা উড়তি নেতারা জ্ঞানে প্রখর ! তাঁরা দেশে, বড়ো-বড়ো পদে আসিন)