ভোট এসেছে ভোট
বাঁধে সবে জোট-
আচার বিচার শিকেয় তুলে
জেতা চাই যে মোট ।
বাঘ ছাগল এক ঘাটে
জড়ো হয়ে মাতে !
পতিত অসৎ এই ফাঁকে
উঠতে চায় জাতে ।


কার মাথায় রাজার মুকুট
বলার নেই সাধ্য ,
ঘাস ফড়িং তারাও এসে
বাজায় জোরে বাদ্য ।
একটি আসন পেয়েও সে
হম্বি-তম্বি করে ,
বড় দলের কেহ কেহ
হা হুতোশে মরে ।


প্রচুর আশা নিয়ে বসে
খাবে মালাই ক্ষীর ,
খুঁড়িয়ে চলা জীবন ভর
নিজেরে ভাবে বীর ।
ধান্ধা কেবল মনের কথা
দেশের হরিলুট !
সেবা কাজের ধার ধারে না
শোষণে চাই ছুট ।


(ইং-০৭-০২-২০১৯)