বিজ্ঞ জানে ও মানে ,উগ্র ভিড়ে নীতি কথা চলে না ,
        অনিয়ন্ত্রিত ভিড় ,ধ্বংসে মাতে নানা ।
বাধা দান মানে, আগুনে ঘি ঢালা, স্বয়ংরে করা হেলা
         তবু সুধীজন সুকাজে কহিবে মেলা ।


ট্রম্পের ভীষণ ভুল, দুর্দিনে ‘হু’কে সাহায্য বন্দ করা ,
         আগে চীনের কাছে হর্জনার কথা পাড়া ।
ধ্বংস তরে যখন ক্রোধ চাপে মনে, কুবুদ্ধি বিপথে টানে ,
        সত্য বাক্যে, ক্রুদ্ধভাব আরো আসে মনে ।


তুচ্ছ হীনমন্যতায় অমঙ্গল হয়, কাজে ধ্বংস বিলক্ষণ ,
        মতিভ্রমে বৃদ্ধি পায় হিংসার আস্ফালন ।
বিপদে বাঁচার সংযোগ শান্ত মনে কাজ, দেখে দুর্যোগ ,
       আর না পোড়ে ক্রোধানলে অগ্র সুখভোগ ।


মহাশক্তি, যাঁর শিরে সুশোভিত বিশ্বশক্তির জয়মুকুট-
        বিপদে সুবুদ্ধির পরিচয় ধরিবে সে নিখুঁত ।
কিছু দায়িত্ব শূন্য দেশ তারা অবুঝের মত করে আচরণ-
        মহাশক্তির সাজে না তাঁর ও অধঃপতন ।
আগে না বাড়ে সংঘাত, করিবে সময়ে সচেত্-সাবধান ,
         তুচ্ছতর বাক্যে তাঁর দিতে হয় না ধ্যান ।


   (ইং-২৯-০৪-২০২০)
*-WHO > বিশ্ব স্বাস্থ্য সংগঠন > ‘হু’ ।